ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য রাজশাহী ও রংপুর অঞ্চলে বিশেষ ঋণের সুবিধা থাকলেও তা বাস্তবায়নের ব্যাপারে তেমন উদ্যোগ নেই। ঐ অঞ্চলের অনেক ব্যাংক কর্মকর্তা এ সম্পর্কে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জারি করা নির্দেশিকা সম্পর্কে অবগত নন। ফলে একদিকে ব্যাংকে পড়ে আছে অলস টাকা, অন্যদিকে ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারছে না সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠী।
DownloadCollections | |
Issue Date | 09/04/2016 |
Format | Article |
Rights Holders | The Daily Ettefaq a daily newspaper |